দেশের সাড়া জাগানো গণমাধ্যম দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।১৬ অক্টোবর সকাল ১১টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে দৈনিক কালবেলার বর্ষপূর্তিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালবেলা’র কক্সবাজার প্রতিনিধি এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক,কক্সবাজার সদর- রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জামায়াত নেতা সরওয়ার কামাল, কক্সবাজার সরকারী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. নুরুল আলম, সিনিয়র সাংবাদিক এস এম আমিনুল হক চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার জেলা বিএনপি নেতা অধ্যাপক আজিজুর রহমান,ইউসুফ বদরী, রাশেদ মোহাম্মদ আলী, এডভোকেট আবু সিদ্দিক ওসমানী, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, কক্সবাজার জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, রাজনীতিবিদ ডা. নাছির উদ্দিন, নাছির উদ্দিন বাচ্চু, মোরশেদ আলম, সাংবাদিক নেতা ইকরাম চৌধুরী টিপু, এস এম জাফর, আমানুল হক বাবুল, জুলাই যোদ্ধা সাজ্জাদ হোসাইন, কক্সবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ যথাক্রমে গোলাম আজম খান, মোয়াজ্জেম হোসাইন শাকিল, হুমায়ুন সিকদার, এ এইচ সেলিম উল্লাহ, ইমাম খাইর, খোরশেদ হেলালী, এহেসান কুতুবী,আহসান সুমন, ওমর ফারুক হিরু, শাহ আলম, জিয়াবুল করিম, এম.বেদারুল আলম, শাহেদ মিজান, নূরুল আমিন হেলালী, মোজাম্মেল হক,অন্তর দে বিশাল, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আবদুল্লাহ, কালবেলার উখিয়া প্রতিনিধি দীপন বিশ্বাস, টেকনাফ প্রতিনিধি ওবাইদুর রহমান নয়ন, চকরিয়া প্রতিনিধি মনিরুল আমিন, মহেশখালী প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, দৈনিক কালবেলা স্বল্প সময়ের মধ্যে দেশের গণমাধ্যম জগতে শীর্ষ সারিতে স্থান করে নিয়েছে। একই সাথে সাড়া জাগানো সংবাদ পরিবেশন করে দেশজুড়ে সাড়া জাগিয়েছে। বিশেষ করে কালবেলার মাল্টিমিডিয়া বিভাগ দারুণ আলোড়ন তুলেছে। এভাবে স্বল্প সময়ে দেশের মাটি ও মানুষের মনে জায়গা করে নিয়েছে। কালবেলা এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখলে আরো বহুদূর এগিয়ে যেতে পারবে।
বক্তারা কালবেলার কক্সবাজার প্রতিনিধি এম আর মাহবুবের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন, এম আর মাহবুব কক্সবাজারের একজন আলোকিত সাংবাদিক। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা জগতে তাঁর কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছেন। তাঁর হাত ধরে কক্সবাজারে দৈনিক কালবেলার এক নতুন যাত্রা করেছে। এম আর মাহবুব যোগ দেয়ার পর তিনি কক্সবাজারের সমস্যা-সম্ভাবনার চিত্র নিরলসভাবে তুলে ধরেন। এতে কক্সবাজারবাসী অনেক উপকৃত হয়েছেন। আলোচনা সভার পর অতিথিবৃন্দ কালবেলার জন্মদিনের কেক কাটেন।