কক্সবাজারের রামুতে মহাসড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর পুত্র মো: আনিছ (২৬)।
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, কক্সবাজারমুখী একটি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করছিলো। এসময় একটি কুকুর গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলো। চালক কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। তিনি আরো জানান, নিহত যুবক পেশায় একজন টমটম চালক।
বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে তুলাতলি থানার ওসি নাছির উদ্দিন বলেন, ট্রাকচাপায় গুরুতর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িটি জব্দ করা হয়েছে।


















