রাঙামাটির কাউখালীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক শ্রমিক।
আজ শনিবার দুপুর দেড়টায় উপজেলার বেতবুনিয়ার পূর্ব সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কাউখালী থানা বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত শ্রমিক জসিম উদ্দিন (৩৫), রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল পারুয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে। আহত অপর শ্রমিকের নাম জানা যায়নি।
পুলিশ ও একাধিক সূত্র জানায়, চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরাগ বড়ুয়া ও তার ম্যানেজার আক্তার হোসেন উপজেলার বেতবুনিয়া পূর্ব সোনাইছড়ি এলাকায় ব্রিজ নির্মানের পর ব্লকে মাটি দেয়ার জন্য ভেকু মেশিন দিয়ে পাহাড় কেটে ড্রাম ট্রাকে বোঝাই করছিলেন।
এসময় উপর থেকে পাহাড় ভেঙ্গে পড়ে শ্রমিক জসিম উদ্দিন মাটি চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী রাউজান জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ঠিকাদরী প্রতিষ্ঠান ঘটনা আড়াল করতে তড়িঘড়ি ঐ শ্রমিকের লাশ তার বাড়ী পৌঁছে দিয়ে দাফনের আয়োজন সম্পন্ন করার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ পূণরায় রাঙ্গুনিয়া থেকে জসিমের লাশ উদ্ধার করে কাউখালীর থানার অধিনস্থ বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেয়।
কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় নিহত জসিমের লাশ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান রাউজান হাসপাতাল থেকে তার বাড়ীতে নিয়ে দাফন করে ফেলার চেষ্টা করেছিলো। কিন্তু আমারা খবর পাওয়ার পর মৃতদেহ আমাদের হেফাজতে নিয়েছি। আইনী পক্রিয়া শেষে ময়না তদন্তের মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।


















