রাঙামাটির জুরাছড়ি উপজেলার ফকিরাছড়ি বন বিহারে ১৪ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি দীপেন দেওয়ান।
আজ সোমবার সকাল ১০টায় বিহার প্রঙ্গনে ফকিরাছড়ি বন বিহারের আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ দেবগুপ্ত স্থবির ভান্তের সভাপতিত্বে উপস্থিত ছিলো ফকিরাছড়ি ও আসেপাশের এলাকা থেকে আগত হাজার হাজার উপাসক উপাসিকা ও পূর্ণার্থীবৃন্দু।
এসময় আরো উপস্থিত ছিলেন ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জুরাছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ফকিরাছড়ি বাজার চৌধুরী ও হেডম্যান জনাব সম্রাট চাকমা।
এরপর দুপুর ৩ ঘটিকায় ঘিলাতলী স্পোর্টিং ক্লাবে এত্র ঘিলাতলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্লাব সদস্য, মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ, বিহার কমিটির সদস্যবৃন্দ এবং এত্র ঘিলাতলী এলাকার হেডম্যান কার্বারীদের সাথে মতবিনিময়ে মিলিত হোন। এসময় অত্র এলাকার নানান অবকাঠামোগত বিষয়াবলি নিয়ে আলোচনা হয়। এর পর বিকেল ৪.০০ ঘটিকায় ঘিলাতলী বাজারে জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং এই লিফলেটের বিষয়াবলি তুলে ধরেন।