কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪টি মামলায় ১৭ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে কাপ্তাই সড়কের বড়ইছড়ি এলাকায় কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন এই অভিযান পরিচালনা করেন।
এসময় ফিটনেস বিহীন গাড়ী চালানো, প্রয়োজনীয় কাগজ না থাকা এবং হেলমেট বিহীন গাড়ি চালানোর অপরাধে ৪ মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ৪টি মামলায় মোট ১৭ শত টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে কাপ্তাই ভূমি অফিসের অফিস সহকারি নিশান বড়ুয়া ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।