খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে রামগড় শহিদ মিনার মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্য ওয়াদুদ ভুইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে পতিত হাসিনা সরকার এদেশের অর্থনৈতিক মেরুদন্ড দিয়ে ভেঙ্গে পালিয়ে গেছে। এদেশকে ফের পুর্ণগঠন দরকার এজন্যে অর্ন্তবতী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবী জানান।
উপজেলা বিএনপির সভাপতি মো: ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়াত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ইফতার মাহফিলে ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও বিপুল সংখ্যক পাহাড়ি জনগোষ্ঠী অংশ নেন।