মা ও শিশুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে উপজেলা, থানা ও ইউনিয়ন পরিষদে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈদগাঁও উপজেলার প্রধান সমন্বয়কারী তারেকুর রহমান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বরাবর তিনি একটি লিখিত আবেদন করে এ দাবী করেন।
আবেদনে উল্লেখ করেছেন, উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল ও ইউনিয়ন পরিষদে প্রতিদিন বহু নারী সেবা নিতে আসেন। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নবজাতক শিশুর মায়েরা দুধ খাওয়াতে সমস্যায় পড়েন, যা মা ও শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তারেকুর রহমান বলেন, ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা হলে কর্মজীবী মা ও সেবা প্রার্থী নারীদের নিরাপদ পরিবেশ তৈরি হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে নারী বান্ধব মনোভাব ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটাবে।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, বিষয়টি অবশ্যই প্রয়োজনীয়। দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের জানানো হবে।