পাওনা টাকা চাইতে গিয়ে প্রথমে মারধরের শিকার হন ইউনুছের মা আসমাউল হোসনা। পরে রাস্তার ধারে ছেলে ইউনুছকে পেয়ে তুলে নিয়ে যায় সংঘবদ্ধ রহমত উল্লাহর পরিবারের লোকজন। তাদের বাড়িতে বেঁধে রেখে ব্যাপক মারধর করে মুমুর্ষ অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে ইউনুছকে হাসপাতালে ভর্তি করেন। ততক্ষণে খবর আসে ইউনুছ মারা গেছে। এরপর প্রতিবেশিরা একত্রিত হয়ে ঐ পরিবারের উপর হামলা চালায়। একপর্য়ায়ে তারা ঘরের ভিতর আশ্রয় নেয়। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় সামাল দিতে পারেনি স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে খবর দেয়া হয় থানা পুলিশকে। চকরিয়া থানার তদন্ত ওসি মোঃ ইয়াছিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং জড়িতদের আটক করে থানায় নিয়ে যায়। পরদিন থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। তারা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ছারিঘোনা গ্রামের মৃত মোহাম্মদ খুইল্যা মিয়ার পুত্র রহমত উল্লাহ (৩৪), মোহাম্মদ উল্লাহ (৪০), সেফায়েত উল্লাহর পুত্র কামাল হোসেন (২৭) মোঃ ছৈয়দের পুত্র কলিম উল্লাহ (২৫) ও আবদু সালামের পুত্র সমুদুল করিম (২০)। বর্তমানে পুরুষ শুন্য তাদের পরিবার। তাদের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
গত ৩১ আগষ্ট সকাল ১০ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছারিঘোনা এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় আসমাউল হোসনা বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর রাতে চকরিয়া থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-১/৪২৪।
এদিকে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গুরুতর আহত মোঃ ইউনুছ। তার চিকিৎসা খরচ যোগাতে চরম হিমশিম খাচ্ছেন পরিবার। পরিবার ও স্থানীয়দের দাবী দোষিদের শাস্তি নিশ্চিত করা হোক।