রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে ২১টি কেন্দ্রে মোট-৬০৬০জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেছেন। মোট পরীক্ষার্থী ছিল-৬১৫১জন তার মধ্যে ৬১জন অনুপস্থিত ছিল। ৯ কেন্দ্রে ভোকেশনাল (এসএসসি তে মোট পরীক্ষার্থী-৭৫৫জন অনুপস্থিত-৮ জন এবং দাখিল কেন্দ্রে মোট-৪৭৮জন তার মধ্যে অনুপস্থিত- ৯জন।
কেন্দ্র ও স্কুল ওয়ারি পরীক্ষার্থীর সংখ্যা হলো–রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা-৩৭৯জন, ছাত্র-৬২ জন, ছাত্রী-৩১৭জন। রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২৯জন, ছাত্র-২০৭ জন,ছাত্রী-২২২জন। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা-৭৬৮ জন,ছাত্র- ৪৪৭ জন, ছাত্রী- ৩২১জন। পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মোট-পরীক্ষার্থীর সংখ্যা- ৪২৯ জন, ছাত্র- ১৭৩জন, ছাত্রী-২৫৬জন। বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা-৩২২জন, ছাত্র-১২৫,ছাত্রী- ১৯৭জন। লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা- ২৪১ জন, ছাত্র-১০০জন, ছাত্রী- ১৪১জন। লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে মোটা পরীক্ষার্থী-২৮৩জন, ছাত্র-১৩৩জন,
এসএসসি ভোকেশনাল-কাউখালী পোয়াপাড়া সঃ মডেল উচ্চ বিদ্যালয় ৯৩জন, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় ৫৭জন, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ২৫৬জন, রাজস্থলী বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় ১০২জন, বাঘাইছড়ি বিটি উচ্চ বিদ্যালয় ৫২জন, শিজকমুখ উচ্চ বিদ্যালয় ৭১জন, বরকল সীমান্ত ভোকেশনাল ইনস্টিটিউট ২৩জন, বরকল সুবলং উচ্চ বিদ্যালয় ৩৭জন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ৫৭জন, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়-৮৯জন।
এসএসসি সমমান দাখিল- রাঙামাটি সিনিয়র মাদ্রাসা পরীক্ষার্থী ১১৫জন, ছাত্র-৬৪জন,ছাত্রী-৫১জন,
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ শহরের বেশ কয়েকটি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে জানান, অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। স্কুলের পাশাপাশি মাদ্রাসার ও কারিগরি শিক্ষার্থীরাও ভাল পরীক্ষা দিয়েছে।