খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে এ প্রচারণা চালানো হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মনজুর মোর্শেদ, জেলা বিএনপির সদস্য ও গভর্নমেন্ট প্লিডার (জিপি) এডভোকেট আলী নুর, খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট রিটল চাকমা, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন (এপিপি) এবং আইনজীবী ফোরামের সহ-সম্পাদক এডভোকেট কবীর,জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক,যুগ্ম।সাধারণ সম্পাদক জামাল উদ্দিন টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
আইনজীবী নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক অধিকার নানা বাধার মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়া জরুরি।


















