রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর মধ্যে মত বিনিময়ের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ২১ জুলাই ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ ওই দুর্ঘটনায় দগ্ধ হয় অনেক শিক্ষার্থী, যারা নিহত ও আহত হয়েছে তাদের প্রতি এক মিনিট নিরবত পালন করে অনুষ্ঠানটি শুরু হয়।।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সমাবেশে সভাপতিত্ব করেন টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ভুমি দাতা মংসুইখইং মারমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। তিনি অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবকদের বিভিন্ন পরামর্শ কথা শুনেন।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি, সুইচিংমং মারমা,দাতা সদস্য, সাচিং মারমা সাংগঠনিক সদস্য,বাবু উচিংমং মারমা দাতা সদস্য, উনুমং মারমা, মোঃ আয়ুব চৌধুরী, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় দুইশতাধিক অভিভাবকবৃন্দ, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের প্রতি সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। ভবিষ্যতে ও আমাকে যেকোনো কাজে পাবে আমি এই আশ্বাস দিলাম।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, অভিভাবক সমাবেশ হচ্ছে, গুরুত্বপূর্ণ পাঠ, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ, ও অভিযোগসমূহ ভবিষ্যতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।