বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের আর্থ সামাজিক অবস্থা নিরুপনের জন্য নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও প্রকাশনার জন্য বিভিন্ন ধরণের শুমারি ও জরিপ পরিচালনা করে আসছে। বিবিএস কর্তৃক পরিচালিত শুমারিসমূহের মধ্যে জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি ও অর্থনৈতিক শুমারি অন্যতম।
অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ডের তথ্য সংগ্রহ করা হয়। এ শুমারির মূল উদ্দেশ্য হলো দেশের অকৃষি খাত বিশেষ করে শিল্প ও সেবা খাতকে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে মানসম্মত পরিসংখ্যান প্রণয়ন করা এবং সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে তা সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় গত ১৫ মে থেকে ০১ জুন পর্যন্ত উক্ত শুমারির ম্যাপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে রাংগামাটি জেলার ১০ (দশ) টি উপজেলাকে ৩২ (বত্রিশ) টি জোনে ভাগ করে ম্যাপিং অপারেশন সম্পন্ন করা হয়। যেখানে ৬১১৬ বর্গকিলোমিটারের রাঙ্গামাটি পার্বত্য জেলাকে ৭৪৭ টি অংশে বিভাজন করা হয়। পরবর্তীতে ০৭ জুলাই থেকে ২৫ আগস্ট লিস্টিং অপারেশন সম্পন্ন হয়। যেখানে ৭৪৭ জন লিস্টার কাজ করেন। প্রতিজন লিস্টার গড়ে ৩০০-৪০০ খানা ও স্থায়ী, অস্থায়ী প্রতিষ্ঠানে লিস্টিং তথ্য সংগ্রহ করেন। যেখানে সমতল এলাকার লিস্টাররা ৭০০-৮০০ খানা ও স্থায়ী, অস্থায়ী প্রতিষ্ঠানে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।
অর্থনৈতিক শুমারির আওতায় উক্ত সময়কালে খানার অভ্যন্তরে যে সমস্ত অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে তার প্রাথমিক তথ্য অর্থাৎ লিস্টিং সম্পন্ন হয়েছে। যে সমস্ত পরিবারে ১) বাঁশ-বেতের কাজ, ২) তাঁতের কাজ, ৩) মাটির বা প্লাস্টিকের কাজ, ৪) খানায় মুড়ি ভাজা ও চিড়ার কাজ, ৫) টেইলারিং ইত্যাদি আছে সে সমস্ত পরিবারকে লিস্টিং করা হয়েছে। আবার খানায় বা পরিবারে ১) কাপড়ের ব্যবসা ২) ফ্রিল্যান্সিং ৩) অনলাইনে খাবার বিক্রি ৪) হকারী বা ফেরিওয়ালা ৫) ভ্যানে মালামাল বিক্রয় ও পরিবহণ ৬) ফেরি করে পান, সিগারেট, বুট, বাদাম, আইসক্রীম ইত্যাদি বিক্রয় ৭) খানায় বা খানা থেকে গিয়ে নাপিতের কাজ, ৮) খানায় বা খানা থেকে গিয়ে মুচি, জুতা পলিসের কাজ ৯) খানায় বা খানা থেকে গিয়ে ধোপার কাজ ১০) খানার নিজস্ব স্পিডবোট, বোট, মটরসাইকেল, সিএনজি বা অন্যান্য পরিবহনে যাত্রী বা মালামাল পরিবহণ ১১) বুটিক্স তথা অনলাইনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয় সে সমস্ত পরিবারকে/খানাকে লিস্টিং করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় উক্ত লিস্টিং অপারেশনে খানার অভ্যন্তরে ২৪,৯৪০ টি অর্থনৈতিক ইউনিট পাওয়া যায়।
দ্বিতীয়ত রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবস্থিত সকল স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠানের লিস্টিং করা হয়েছে। অর্থাৎ সব ধরণের দোকান-পাট, ব্যাংক বীমা, অফিস-আদালত, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, কেয়াং, গীর্জা তথা সকল স্থায়ী, অস্থায়ী ও স্বায়ত্বশাসিত স্থাপনার প্রাথমিক লিস্টিং করা হয়েছে। লিস্টিং অপারেশনে অত্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় ২৭,৪৩৭ টি স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।
অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ম্যাপিং অপারেশন ও লিস্টিং অপারেশন শেষে বর্তমানে ১০-২৬ ডিসেম্বর ২০২৪ এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উক্ত কার্যক্রমে ০২ জন জেলা শুমারি সমন্বয়কারী, ০২ জন উপজেলা শুমারি সমন্বয়কারী, ০৮ জন উপজেলা শুমারি সমন্বয়কারী কাম জোনাল অফিসার, ৬৫০ জন তথ্যসংগ্রহকারী, ১৩৪ জন সুপারভাইজার কাজ করছেন। মূল তথ্যসংগ্রহ কার্যক্রমে খানার অভ্যন্তরে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ড, দ্বিতীয়ত খানার অভ্যন্তরীণ কৃষির বাইরের প্রাতিষ্ঠানিক কৃষি খামার (গরুর খামার, ছাগলের খামার, ভেড়ার খামার, মুরগীর খামার, শকুরের খামার, হাসের খামার, প্রাতিষ্ঠানিক ফলজ বা বনজ বাগান ইত্যাদি) এবং তৃতীয়ত সকল স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি জুলাই- ডিসেম্বর সময়কালে আরো যেসব অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা, প্রাতিষ্ঠানিক খামার এবং স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান জাতীয় অর্থনীতিতে যোগ হয়েছে ও অবদান রাখছে তাদেরকেও মূল তথ্যসংগ্রহ কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে।
ইতোমধ্যে জেলা ও উপজেলায় অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে ও প্রচার কার্যক্রম অব্যাহত আছে।