কক্সবাজারের রামুতে আজাদ এগ্রো ফুড এর শাখা উদ্বোধন হয়েছে। সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে শাখাটির উদ্বোধন করেন- রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অসীম বরণ সেন। এসময় আজাদ এগ্রো ফুড এর কর্ণধার আবুল কালাম আজাদ বলেন, আজাদ এগ্রো ফুড-এর পরিবারে যুক্ত হলো আরও একটি শক্তিশালী শাখা রামু।
আমাদের লক্ষ্য সব সময়ই একটাই ছিলো। দেশের প্রতিটি খামারির দোরগোড়ায় নিরাপদ, প্রাকৃতিক এবং ফলপ্রসূ গবাদিপশুর খাবার পৌঁছে দেয়া।
এই নতুন শাখার মাধ্যমে আমরা রামু ও আশেপাশের অঞ্চলের খামারিদের পাশে আরও শক্তভাবে দাঁড়াতে পারবো। “স্বপ্নের খামার গড়তে পাশে থাকবে আজাদ এগ্রো ফুড! উদ্বোধন অনুষ্ঠানে ডিলার, উদ্যোক্তা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আজাদ এগ্রো ফুড ৩৭+ প্রাকৃতিক উপাদানে তৈরি, কেমিক্যালমুক্ত নিরাপদ ফিড। নিয়মিত সাপ্লাই ও মাঠ পর্যায়ে সাপোর্ট দেয়া হচ্ছে।
এছাড়া বিভিন্ন এলাকায় আজাদ এগ্রো ফুড ডিলার নিয়োগ দিচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।