রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ পুলিশ, বিলাইছড়ি থানার আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ মানস বড়ুয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরন মার্মা( রাসেল) সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, এসআই (নি:) মো: শরীফুল ইসলাম, মহিলা মেম্বার রিতা চাকমা, কবিতা চাকমা, রানী বালা তঞ্চঙ্গ্যা, হেডম্যান সমতোষ চাকমা, সাধন চাকমা, সুনীক জ্যোতি চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, ওয়ার্ড মেম্বার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, নারী কার্বারী ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সুশীল সমাজ এবং বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।