কক্সবাজারের ঈদগাঁও মডেল হাসপাতাল ও ঈদগাঁও ব্লাড ব্যাংক সেচ্ছাসেবীদের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর ( শুক্রবার) বিকেলে হাসপাতাল মিলনায়তনে মতবিনিময় সভায় উভয় প্রতিষ্টানের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মানবিক সেবা কার্যক্রমকে গতিশীল করা এবং সমাজ-স্বাস্থ্য সচেতনতা বিস্তারে নানা দিক নিয়ে গুরুত্বারোপ করা হয়।
এসময় হাসপাতালের পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসায় বিশেষ ছাড় দেয়ার কথা জানান।
মতবিনিময়কালে ঈদগাহ মডেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোঃ ইউছুফ আলী, ঈদগাঁও ব্লাড ব্যাংকের উপদেষ্টা নুরুল হুদা, ঈদগাহ রশিদ আহমদ কলেজের প্রভাষক আনিসুর রহমান, মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির আহমদ, ঈদগাঁও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম, মাসুদ রহমান বাবু, ঈদগাহ মডেল হাসপাতালের ইনচার্য আবু বক্কর সিদ্দিক ও সাংবাদিক ইসতিয়াক হাদিসহ ব্লাড ব্যাংক ও হাসপাতাল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


















