রাঙামাটির লংগদুতে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকায় কাপ্তাই লেকে হঠাৎ ঝড়ো বাতাশের ফলে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়।নিহত এবং আহত পরিবার গুলোকে দেখতে বৃহস্পতিবার (০২ অক্টোবর) বেলা ১২টায় এফআইডিসি টিলায় নিহতদের বাড়িতে পৌঁছেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর দেবপ্রসাধ দেওয়ান এবং জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ।
এসময় নিহতদের বাড়ি উপস্থিত হয়ে তাদের খোঁজখবর নেন তারা। একই সময় জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ তার ব্যাক্তিগত পক্ষ হতে নিহত ব্যাক্তিদের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে এবং আহত ব্যাক্তিকে ৫ হাজার ও প্রতিবন্ধি একজনকে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।এসময় স্থানীয় ইউপি সদস্যা ফিরুজা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলাপরিষদ চেয়ারম্যান দেবও প্রসাদ দেওয়ান বলেন, এমন মর্মান্তিক ঘটনা আসলে দুঃখজনক। আমরা দ্বিতীয়বার এধরণের ঘটনার আশা করিনা। সকলে সচেতন ভাবে চলাফেরা করবেন। তিনি বলেন, আজকে জেলা পরিষদের সদস্য লংগদু উপজেলার সন্তান মিনহাজ খবর পেয়ে বৈরী আবহাওয়ার কথা চিন্তা না করে ছুটে আসছেন। সাথে আমাকেও নিয়ে আসছেন আপনাদেরকে দেখার জন্য। আমরা চেষ্টা করবো জেলা পরিষদের পক্ষ হতে আপনাদের কিছু করে দিতে।