রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি , হেডম্যান কারবারি, শিক্ষক মন্ডলী, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান
মঙ্গলবার সকালে তাঁকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুর্দশন চাকমা, নির্বাহী অফিসার রুমানা আক্তার ও পৌর মেয়র জমির হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে জেলা প্রশাসক ভূমি হীন ও গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন সহ বিভিন্ন গাছের চারা রোপণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হলে উপস্থিতত নেতৃবৃন্দের পক্ষ থেকে পৃথক পৃথক ভবে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জেলা প্রশাসক সকলের সাথে পরিচিত হন এবং বাঘাইছড়ি উপজেলার মানুষের সুখ দুঃখ ও সম্ভাবনার কথা শুনেন এবং জেলা প্রশাসক বলেন, বাঘাইছড়ি বাসীর প্রতি আমি কৃতজ্ঞ বাঘাইছড়ি বাসী জানেন একজন মানুষকে কি ভাবে সম্মান দেখাতে হয়।
বাঘাইছড়ি দেশের সর্ববিহৎ উপজেলা এই উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যেতে যা যা প্রয়োজন একজন জেলা প্রশাসক হিসেবে আমি সবটুকুই করবো। জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।