কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান আযাদের মা খাদিজা বেগম আর নেই। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে—রাজিউন)।
মৃত্যুকালে তিনি সন্তান সন্ততিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। একই দিন আছরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সাংবাদিক মিজানুর রহমান আযাদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব ও ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ।
তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমার জন্য আল্লাহর নিকট সর্বোচ্চ জান্নাত কামনা করেন।


















