রাঙামাটির নানিয়ারচরে কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। তিনটি টিনশেড ঘর ভেঙ্গে পড়েছে। এছাড়া সাতটি টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে।
রবিবার মধ্যেরাতে নানিয়ারচরে মেঘাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি ও প্রচন্ড ঝড় এবং বাতাস বইতে থাকে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে যাওয়া সড়কে কাদা জমা, ঘরবাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।
সোমবার সকালে ক্ষতিগ্রস্ত ঘড়বাড়ি সমূহ পরিদর্শন করেন উপজেলা নিনির্বাহী কর্মকর্তা।
উপজলা পরিষদ, ইসলামপুর এলাকা ও হাসপাতাল এলাকা সহ বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে ও বাতাসে তিনটি ঘর প্রায় সম্পূর্ণ ভেঙ্গে যায় এবং বাতাসের প্রকোপে সাতটি ঘরের ছসউনী উড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।