রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সুইডিশ মার্কেটের দোকানে চুরির ঘটনায় ২ জন কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১সেপ্টম্বর) আসামিদের রাঙামাটি জেল হাজতে প্রেরন করা হয়েছে। বুধবার রাত ৩টায় সুইডিশ মার্কেট আজাদ ষ্টোরে দোকানের পিছনের সাইড ভেঙে দামি সিগারেট সহ নগদ টাকা নিয়ে যায় চোরেরা।
দোকান মালিক আবুল কালাম আজাদ জানান, সকালে দোকান খুলতে এসে দেখি সব এলোমেলো, চোরেরা দামি সিগারেট সহ নগদ টাকা নিয়ে গেছে। বিষয়টি কাপ্তাই থানাকে অবগত করা হয়। এদিন বিকাল ৩টার দিকে এলাকার কিছু যুবক চোরের সন্ধান পেয়ে লগেইট এলাকা হতে চুরি করা মালামাল দুই চোরকে আটক করে। আটক সাগর (২২) লগগেইট এলাকার শাহাজাহান এর পুত্র। আকাশ (২৪) নতুন বাজার কাপ্তাইয়ের লগগেইট এলাকার মনির এর পুত্র। চোরেরা নিজে চুরির কথা স্বীকার করে। পরে কাপ্তাই পুলিশ ফাঁড়িকে খবর দিলে তাঁরা এসে তাদের নিয়ে যায়। এদের বিরুদ্ধে কাপ্তাই থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।
ইউপি সদস্য মজিবুর রহমান ও এলাকার সচেতন ৭০উর্ধে আবু ইউসুফ জানান, ৪নং কাপ্তাই ইউনিয়ন এলাকায় চোরের হিড়িক ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দোকান, বাসাবাড়ি, কল-কারখানা, প্রতিষ্ঠান কোন কিছুই এখন নিরাপদ নয়।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ জানান, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল জানান, এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছে গ্যাসের চুলা, বিদ্যুৎ তাঁর, ইলেকট্রিক মটর, সিএনজি ব্যাটারি বাসাবাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এলাকার লোকজন এসকল চোরের আতংকে আছে। আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা রাতের টহল আরও জোরদার করার জন্য আহ্বান জানান।