পুষ্টির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে উদ্ভোধন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।
বুধবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার মোয়াজ্জেম হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাঃ কলিন্স চাকমা পুষ্টি সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। স্বাস্থ্য সুরক্ষায় মানব দেহের কার্যকারিতা ও ভিটামিনের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর অফিসার, সাংবাদিকবৃন্দ। অতিথিরা পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব এবং সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত না হলে সুস্থ জাতি গঠন সম্ভব নয়। বিশেষ করে শিশুকাল থেকেই পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা সম্ভব।
সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা প্রতিদিনের চিত্র নিউজকে জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মধ্যে রয়েছে জনসচেতনতামূলক সভা, পুষ্টি বিষয়ক পোস্টার প্রদর্শনী যা ২৮ মে থেকে ০৩ জুন ৭ দিন ব্যাপী চলমান থাকবে।