সোমবার (২৯ ডিসেম্বর) রাঙামাটি ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন সংঘের আয়োজনে শিশুদের শিক্ষা উপকরণ খাতা, কলম উপহার দেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি) মোঃ খাইরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন (জোন ইনচার্জ) পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জুয়েল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য সাবরিনা রহমান সাম্মী, দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক শাকিল মোল্লা, সদস্য নাসিম ভূঁইয়াসহ আরো অনেকে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, সংগঠনের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে শিশুদের পড়াশোনায় উৎসাহ দিতে খাতা-কলম কিনে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে। কুমিল্লা থেকে আগত সংগঠনটির সদস্যরা রাঙামাটিতে ঘুরতে এসে শিশুদের পড়াশোনা উৎসাহ দিতেই এই উপহার দিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, সংগঠনটি ২০১১ সালে কুমিল্লা থেকে প্রতিষ্ঠিত হয়ে সারাদেশে স্বেচ্ছায় শিশুদের নিয়ে কাজ করছেন।


















