ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি
রাঙামাটি বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার তিন বছর পূর্তি আজ। ২০১৯ সালের এ দিনে পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শেষে ফেরার পথে বাঘাইহাট দিঘিনালা সড়কের নয় কিলোমিটার এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৮ জন র্নিবাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন আহত হয়।
সহিংসতার ৩ বছর পার হলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি অনেকে। তাদের মধ্যে অন্যতম বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুল কুমারি চাকমার। মেরুদন্ড দু ভাগ হয়ে যাওয়া ফুল কুমারী পার করছেন পঙ্গুত্ব জীবন। অবশ্যই ফুলকুমারি চাকমার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিজিবি মারিশ্যা জোন।
ফুল কুমারীকে বিজিবির তত্যাবধানে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সামরিক হাসপাতাল সিএমএইচে পাঠানো হয়েছে বলে। এ কথা জানিয়েছেন মারিশ্যা বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া পিএসসি, আর্টিলারী।
এদিকে এই ঘটনায় নিহত ও আহতদের স্বরণে বিকালে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি শাখা।