বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নীতিমালা লঙ্ঘন করেই ১৬ বছর ধরে দীঘিনালায় চলছে সার ডিলারশীপ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ৪, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) সারের ডিলার নিয়োগ পেতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পত্রায়ন পত্র, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন জাল সনদ দাখিলের মাধ্যমে সার ডিলারশীপ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চট্রগ্রাম বাসিন্দা ও দীঘিনালার বোয়ালখালী ব্যবসায়ী মেসার্স এসএস টের্ডাস স্বত্বাধিকার মোহাম্মদ লোকমানের বিরুদ্ধে।

সূত্রে জানা যায়, সার (ব্যবস্থাপনা) বিধিমালা, ২০০৭ অনুযায়ী দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের দীঘিনালা বাজারে একটি (বিসিআইসি)সার ডিলার নিয়ে কৃষকের কাছে সার সরবরাহ করতেন চট্টগ্রাম রাউজানের বাসিন্দা মোহাম্মদ লোকমান। পরবর্তীতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯ সংশোধনীতে (১.৩) বলা হয়েছে জেলার বাহিরের কোন বাসিন্দাকে ডিলার নিয়োগ দেওয়া যাবে না এবং জেলার বাসিন্দাদের মধ্যে সার ডিলারশীপ সীমাবদ্ধ রাখতে হবে। এসময় আরো বলা হয়। যে সকল ডিলার জেলার বাসিন্দা নন তাদের চিহ্নিত করে নিজস্ব জেলায় স্থানান্তর করতে হবে। এসময় স্ব-স্ব জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে ৩০ সেপ্টম্বর ২০০৯ এর মধ্যে স্থানান্তর করতে সহযোগীতা করতে নির্দেশ প্রদান করা হয় নীতিমালায়।

অভিযোগ রয়েছে ভুয়া নথিপত্র দিয়ে মেসার্স এসএস টের্ডাস স্বত্বাধিকার মোহাম্মদ লোকমান দীঘিনালার বাসিন্দা দেখিয়ে টিন সার্টিফিকেট তৈরি করে সার ডিলারশীপ নিজের নামে করিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় অধিবাসীর সহযোগীতা নিয়ে ৭০ হাজার টাকার বিনিময়ে সার ডিলারশীপ নিতে সহযোগীতা করা হয়েছে। এদিকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমিালা ২০২৫ এসেও তোড়জোড় চালাচ্ছে সার ডিলারশীপটি টিকিয়ে রাখতে।

 

২০২৫ সালের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা’ বাস্তবায়নে গত ২৫ নভেম্বর সার ডিলারশীপ কৃষি ব্লকে স্থানান্তর করতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা ডাকা হয়। এসময় উপজেলার সকল সার ডিলারশীপ মালিকদের পক্ষ হতে ডিলারশীপের নথিপত্র যাচাই-বাছাই কালে বোয়ালখালী ইউনিয়নে পক্ষে দুজন সার ডিলারশীপ দাবী করেন এরা হলেন মেসার্স এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ লোকমান ও মেসার্স ভাই ভাই স্টীল স্বত্বাধিকারী অশোক দত্ত। ডিলারশীপ দাবী নিয়ে সভাটিতে বাকবিতন্ডায় জড়িয়েছে দুজনই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যানদের তোপের মুখে সভাটি স্থগিত করা হয়। সভাটি পরপর আরো দুবার হলে মেসার্স ভাই ভাই স্টীল স্বত্বাধিকারী অশোক দত্ত ডিলারশীপের পক্ষে নথিপত্র দেখাতে পারলেও মেসার্স এসএস ট্রেডার্স স্বত্বাধিকারী মোহাম্মদ লোকমান কোন নথিপত্র দেখাতে পারেনি।

৩ নং কবাখালী ইউপি চেয়ারম্যান জ্ঞানো চাকমা বলেন, জেলার বাহিরের বাসিন্দা কিভাবে সার ডিলারশীপ পায় তা খতিয়ে দেখা হোক। ৫ নং বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, নীতিমালার বাহিরে কাউকে সার ডিলারশীপ রাখা যাবে না। ২নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, স্থানীয় বাসিন্দা ছাড়া কাউকে ডিলারশীপ না রাখতে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। ৪ নং দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, কখনো দেখিনাই অথচ তিনি সারের ডিলারশীপ চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার।

বোয়ালখালী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মেসার্স এসএস টের্ডাস স্বত্বাধিকার মোহাম্মদ লোকমান নামে কোন ব্যাক্তি স্থানীয় বাসিন্দা কোন তথ্য পাওয়া যায়নি। ২০০৭ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত কোন প্রকার ট্রেড লাইসেন্স সরবরাহ করেনি এবং কি বোয়ালখালী ইউনিয়নে কোন জন্মসনদ তার নামে নেই। তবে একটি জন্মনিবন্ধন সনদ রয়েছে সেটিও চট্রগ্রামের রাউজান উপজেলার মঙ্গলখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। কৌশলগত কারনে কৃষি অধিদপ্তরের চোখ ফাঁকি দিতে জন্মনিবন্ধনটি অনলাইন করেনি । মোহাম্মদ লোকমানের নামে একটি টিন সার্টিফিকেট আছে যেখানে স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়ে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার যেখানে বর্তমান ঠিকানা চট্রগ্রাম আগ্রাবাদের এসকে মুজিব রোড, ইস্পাহানি ব্লিডিং দেওয়া হয়েছে।

দীঘিনালা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোহাম্মাদ লোকমান চট্রগ্রাম ডাবুল মুরিং থানার পূর্ব মাদারি পুরের ৫৮ নং উত্তরনালা পাড়া হতে ২০২৩ সালে দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বোয়ালখালী বাজার বাসিন্দা হন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থানান্তর মাধ্যমে। যেখানে স্থানান্তর এর কারন হিসাবে উল্লেখ্য করা হয়েছে ২০১৮ সাল হতে বোয়ালখালী বাজারে বসবাস করছেন।

সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, মোহাম্মদ লোকমান চট্রগ্রাম স্থানীয় বাসিন্দা। দীঘিনালা নামে একটি সার ডিলারশীপ নিয়ে থানা বাজারে সার বিতরন করাতেন বিনিময়ে বস্তা প্রতি ১০ টাকা থেকে ২০ টাকা কমিশন ভোগ করতেন বোয়ালখালী ইউনিয়নের খুচরা সার বিক্রেতা “শিমুল বৌদ্ধ” হতে।

বোয়ালখালী খুচরা সার বিক্রেতা শিমুল বৌদ্ধ জানান, ২০০৭ সালের অক্টোবর হতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত মেসার্স এসএস ট্রেডার্স সার ডিলারশীপের দায়িত্ব পালন করেন। প্রতি টন সার বাবদ ৩০০-৪০০ টাকা কমিশিন পেতেন মোহাম্মদ লোকমান। কমিশনের টাকা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন শিমুল বৌদ্ধ- মোহাম্মদ লোকমান। পরে নিজেই ২০১৯ সালের মাঝামাঝি সময়ে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স নিয়ে আবাসিক হোটেলের সামনে একটি সার বিতরন দোকান খুলেন। পাশাপাশি দীঘিনালা বাস স্টেশন সংলগ্ন একটি আবাসিক হোটেল জুরানীর পঞ্চম তলায় (৫ হাজার টাকা) মাসিক ভাড়ায় ৪ হতে ৫ দিন বিশেষ করে শুক্রবার ও শনিবার রাত্রীযাপন করে থাকেন। এর কারন হিসাবে জানা যায়, ইস্পাহানি টি লিমিটেডের চট্টগ্রামের ম্যানেজার থাকার কারনে দীঘিনালায় থাকতে পারেন না।

২নং বোয়ালখালী ইউনিয়নের বাসিন্দা মেসার্স ভাই ভাই স্টীল স্বত্বাধিকারী অশোক দত্ত জানান, বোয়ালখালী ইউনিয়নে কৃষকের জন্য দীর্ঘ দিন সার বিতরণ করে আসছি। ২০১৯ সালে মোহাম্মদ লোকমান নামে একজন বোয়ালখালী ইউনিয়নের সারের ডিলার বোয়ালখালী ইউনিয়নের সারের ডিলার দাবী করে সার উত্তোলণ করে কৃষকের কাছে সার বিতরণ করছেন। তবে তিনি পূর্বে কখনো দীঘিনালার স্থায়ী বাসিন্দা ছিলো না। তিনি কিভাবে সার ডিলারশীপ পাইছেন সেসব বিষয়ে আমি কিছুই জানি না।

একটি সূত্রে বলছে, ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নিজেই বোয়ালখালী বাজারে সার বিতরণ করেছেন। অভিযোগ রয়েছে নীতিমালা লঙ্ঘন করে, অবৈধ পন্থা অবলম্বন করে কৃষি ভর্তুকির সার বিতরণ করছে তামাকে। খুচরা সার বিক্রেতাদের দিতেন না ঠিকমতো সার। বোয়ালখালী খুচরা সার বিক্রেতা স্বপন বলেন মোহাম্মদ লোকমান আমাদের সার দেন না। খুচরা সার বিক্রেতা প্রিয়দর্শী চাকমা বলেন অতিরিক্ত দামে সার বিক্রি করেন তিনি। আমরা খুচরা সার বিক্রেতারা তার কাছে ঠিক মতো সার পাইতাম না কখনো। নামে বেনামে ডিএপি সার সংগ্রহ করে সেগুলো মুজুদ করে তামাক মৌসুমে বাড়তি দামেও সার বিক্রি করতে ঘরে তুলতেন সার সিন্ডিকেট যার কারনে রবি মৌসুমে সাধারন কৃষক সার পাওয়াটা দুস্কর হয়ে উঠতো। প্রতিবস্তা সার ৩০০ থেকে ৪০০ টাকা বেশি আদায় করতেন তিনি।

মেসার্স এসএস ট্রেডার্স স্বত্বাধিকারী মোহাম্মদ লোকমানের সাবেক এক ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে জানান, সার গুদামে বিভিন্ন জায়গা হতে সার সংগ্রহ করে সেগুলো মজুদ করে তামাক মৌসুমে সেগুলো বাড়তি দামে বিক্রি করা হতো। তার এসব অবৈধপন্থায় সহযোগী না হওয়ায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগ উঠেছে দীঘিনালার এসএস টের্ডাস স্বত্বাধিকার মোহাম্মদ লোকমানের বিরুদ্ধে। প্রভাবশালী একটি চক্রের সহযোগীতা ৭০ হাজার টাকার বিনিময়ে ভুয়া নথিপত্র দাখিল করে দীঘিনালায় সার ডিলারশীপ নিয়োগ পান। চক্রটির কৌশলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চোখ ফাঁকি দিয়ে নীতিমালা “বহির্ভূত” ১৬ বছর ধরে দীঘিনালায় সার সরবরাহ করেছেন তিনি। ডিলারশিপ পরিচালনার স্বচ্ছতা ও জবাবদিহি দুটোই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

চট্টগ্রাম বাসিন্দা ও দীঘিনালা এসএস টের্ডাস টের্ডাস স্বত্বাধিকার মোহাম্মদ লোকমানের সাথে কথা হলে তিনি জানান, নীতিমালা অনুযায়ী আমি লাইসেন্স পেয়েছি ২০০৪ সালে আমার লাইসেন্স হয়েছে করা হয়েছে। এসময় তিনি দাবী করেন ২০০৯ সালের সার ডিলারশীপ নীতিমালা আমার জন্য প্রযোয্য হবে না।

২০০৯ সার ডিলার নীতিমালা বলা হয়েছে যে সকল ডিলার জেলার বাসিন্দা নন তাদের  চিহ্নিত করে। তাদের স্ব-স্ব জেলাতে পেরণের লক্ষ্যে সংশিলিষ্ট জেলা প্রশাসেকদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সকল ব্যবস্থা ৩০ সেপ্টম্বর ২০০৯ এর মধ্যে করার জন্য নীতিমালা ২০০৯  বলা আছে।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী বলেন, দীঘিনালার একটি সার ডিলার এসএস টের্ডাস বিরুদ্ধে অভিযোগ এসেছে বিষয়টি নিয়ে আমরা জেলা সার ও বীজ মনিটরিং কমিটি উপস্থাপন করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে খাদ্য বান্ধব কর্মসূচি কার্যক্রম উদ্বোধন

চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজে ধরা পড়লো  ২৬কেজি ওজনের কোরাল মাছ

রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে সচেতনতা সভা

রাজস্থলীর ঘিলাছড়িতে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

লংগদুতে সাংবাদিক মুছার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

ঢাবিয়ান পরিচয়ে পাহাড়ের এক ঝাঁক তারকার মেলা

লংগদু উপজেলা চেয়ারম্যান বারেক সরকারের বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ নেতাকে জুতাপেটার অভিযোগ

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ আটক –১

error: Content is protected !!
%d bloggers like this: