দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়র হল রুমে প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দীন, মখলেচুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিনহাজুল আবেদীন ও সহকারী শিক্ষক রিমন শীল।
শিক্ষিকা এ্যাপি দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যথাক্রমে শিক্ষিকা শালীমা আক্তার, নাহিদা আকতার, কাজী মোছাঃ ছাবেরা বেগম, শারমিন আক্তার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অত্র এলাকার নানান শ্রেণী পেশার লোকজন ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী ছাত্রছাত্রীদের কে বিভিন্ন শিক্ষা সামগ্রী ও ক্রেষ্ট বিতরণ করা হয়।


















