চট্টগ্রাম থেকে দুর্নীতিকে চির বিদায় নিতে হবে। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। চট্টগ্রামে দুর্নীতির ঠাঁই নাই। আশা করি দৈনিক পূর্বদেশ পত্রিকা বরাবরের মত দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ৮তলা মিলনায়তনে পূর্বদেশ পত্রিকার ১৪তম বর্ষপূর্তি প্রতিষ্ঠাবাষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সিটি করপোরেশন হলো নাগরিকদের চালিকাশক্তি। তাই আপনারা যথা সময়ে কর পরিশোধ করে সিটি করপোরেশনকে সহযোগিতা করবেন। অপর দিকে চট্টগ্রামবাসীর সম্পদ বন্দর এই বন্দরকে বাঁচতে সবার সহযোগিতা প্রয়োজন। বন্দরে যে সকল অনিয়ম ও দুর্নীতি হচ্ছে তা সহ্য করা হবে না। হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্যের পথে কলম ধরার আহবান জানান।

পূর্বদেশ পত্রিকা সুনামের সহিত বিগত দিনে সাহস নিয়ে এগিয়ে গেছেন তাই এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে পত্রিকাটির কাছে এই প্রত্যাশা করছি। দৈনিক পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক মোশারফ হোসেন রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক পূর্বদেশ পত্রিকার জিএম মোঃ কামরুল ইসলাম হোসাইনী।
পূর্বদেশ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বাষিকীতে ফুলেল শুভেচছা জানিয়েছেন চট্টগ্রাম জেলা বিএনপি অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বিভাগের সরকারি বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময় পূর্বদেশকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন,
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি, বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম ৯ আসনের ধানের শীষে এমপি প্রার্থী আবু ছুফিয়ান, চট্টগ্রাম ৯ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী এ কে এম ডাঃ
ফজলুল হক ও চট্টগ্রাম (পটিয়া) বিএনপি এমপি প্রার্থী এনামুল হক এনাম,পূর্বদেশ পরিবার ও জেলা উপজেলা প্রতিনিধিগণসহ আরো অনেকে।


















