‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত অভিযানে রাঙামাটির কাউখালীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। আটককৃতরা হলেন কাউখালী উপজেলা যুবলীগের নেতা মোঃ নুরুল ইসলাম (৩৮) ওরফে লিটন এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা বিকাশ দে (৪১)। এরা বেতবনিয়া এলাকার দক্ষিনপাড়া ও মাষ্টার ঘোনা এলাকার বাসিন্দা।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর ইসলাম সোহাগ বলেন, সারা দেশের ন্যায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার অংশ হিসেবে কাউখালীর বিভিন্ন স্থান থেকে গতকাল মঙ্গলবার যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাউখালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে সে মামলায় গ্রেফতার দেখিয়ে যাচাই বাছাই শেষে গতকাল বিকেলে রাঙামাটি আদালতে প্রেরন করা হয়।
উল্লেখ্য গত রবিবার থেকে ২দিনে কাউখালী উপজেলার বিভিন্নস্থান থেকে এ পর্যন্ত ছয় জনকে আটক করা হয় বলে জানায় কাউখালী থানা পুলিশ।