দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধা কে হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এসময় হামলার অভিযোগে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও মনোনয়ন বাতিলের দাবি করেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মহাসড়কে ব্লকেড কর্মসূচি ছিল। এসময় চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ , সেনাবাহিনী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মসূচি সমাপ্ত করার চেষ্টা করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহ ও সহযোগী মাঈনুওদ্দিনের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হাসান আলী মুঠোফোনে মানবকণ্ঠকে জানান, হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
দীর্ঘক্ষণ ব্লকেড কর্মসূচির ফলে সড়কে দীর্ঘ যানজট ও যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেনের অনুরোধে আন্দোলনকারীরা আজকের কর্মসূচি সমাপ্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন জানান, পুলিশ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।


















