রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কচুখালী মারমা যুব সমাজের আয়োজনে মারমাদের সাংগ্রাই জল উৎসব-মঙ্গরবার সকালে কচুখালী বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সাংগ্রাই জল উৎসব উপলক্ষে এক আলোচনা সভা বিহার প্রাঙ্গনে সাংগ্রাই জল উৎসব কমিটির আহবায়ক উক্যজাই কার্বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া,উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) ফাহমিদা আফরোজ, উপজেলা আওয়ামূলীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংচা প্রু মারমা, উপজেলা ভাইস -চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা।
এসময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস -চেয়ারম্যান দুমং মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা,ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, ঘাগড়া ইউপি সাবেক চেয়ারম্যান থুইমং মারমা, বিশিষ্ট শিক্ষাবিদ চিংকিউ চৌধুরী, আওয়ামী লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জন মুনি চাকমা প্রকাশ গরম আলী। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই জল উ?সব উদযাপন কমিটির সদস্য সচিব সুইসাবাই মারমা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিহার প্রাঙ্গনে জল উৎসবের উদ্বোধন করেন।
পরে স্থানীয় শিল্পী গোষ্ঠি ও চট্টগ্রাম থেকে আগত ব্যান্ডের যৌথ সমম্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।