খাগড়াছড়ি জেলা যুবদলের সাথে মহালছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বিকাল ৩:০০ ঘটিকায় উপজেলা বিএনপির দলীয় কার্যারয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন শিকদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদুর রহমান (ওয়াসিম), সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মান্নান এবং সহ ধর্ম বিষয়ক সম্পাদক জমির আলী।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল আহম্মেদ শুভর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম।
বক্তারা সভায় বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুবসমাজের ঐক্য ও সাংগঠনিক সক্ষমতার মাধ্যমেই ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সফলতা অর্জন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় মহালছড়ি উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


















