বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ করলো ফারুয়া হেডম্যান- কার্বারী সমিতি।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ইউনিয়নে শেষ সীমানা ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি এলাকায় ৫০ জনের মাঝে এইসব কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণের সময় উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন হেডম্যান কার্বারী সমিতির সভাপতি নির্মল তঞ্চঙ্গ্যা, সিনিয়র সহ-সভাপতি রিনলম পালম বম (হেডম্যান), সাধারণ সম্পাদক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা ( হেডম্যান), সাংগঠনিক সম্পাদক নিলু তঞ্চঙ্গ্যা(হেডম্যান), জতিন্দ্র তঞ্চঙ্গ্যা (হেডম্যান), অনিল তঞ্চঙ্গ্যা (কার্বারী), জমির তঞ্চঙ্গ্যা (কার্বারী),জোনু কুমার তঞ্চঙ্গ্যা( কার্বারী) প্রমূখ।
এতে তিনবান ছড়া পাড়া, কলালাবান পাড়া, ছোটহারছড়া পাড়া এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


















