কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশ কর্তৃক অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠা নিরীহ সিএনজি চালক জাফর আলম অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামিন লাভ করেছেন। ইতিপূর্বে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না মঞ্জুর হলে ফৌজদারি রিভিশন ৫৮১৯/২৫ দায়ের করা হয়।
২৫ জানুয়ারি (রোববার) ধার্য তারিখের শুনানিতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এস কে আহমদ ফারুকী। তার জামিনের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।
এদিকে জামিন-পরবর্তী জাফর আলমের স্ত্রী রাফিয়া আক্তার বলেন, ঘটনার পর অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় পরে তিনি আদালতেও মামলা দায়ের করেছেন।
অভিযোগ তদন্তের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার বলেন, তিনি ইতিমধ্যে কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, মামলাটি বর্তমানে পিবিআই-এর তদন্তাধীন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন এবং অভিযোগ ওঠা পুলিশ সদস্যরা স্বস্থানে কর্মরত আছেন।
এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার চার মাস অতিবাহিত হতে চললেও পুলিশ প্রশাসন জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা জনমনে প্রশ্নের সৃষ্টি করছে। এত বড় ঘটনার পরও অভিযুক্তরা কর্মস্থলে বহাল থাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা আরও ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করছে সচেতন মহল।


















