খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল নাফিজ ইমতিয়াজ এবং নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আল-জাবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ সামিউল সানি, ক্যাপ্টেন মোঃ গোলাম নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের সদস্য, জনপ্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষভাবে আলোচনা করা হয়। নির্বাচনী প্রচারণা, সভা-সমাবেশ এবং ভোট গ্রহণের দিন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল নাফিজ ইমতিয়াজ বলেন, “নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”
নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আল-জাবির বলেন, মহালছড়ির সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে জোন প্রশাসন উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করবে, বিশেষ করে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বা গুজব ছড়াতে দেওয়া হবে না।”
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আবু রায়হান বলেন, “নির্বাচনকে সামনে রেখে সকল দপ্তরকে আরও সক্রিয় হতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।
সভায় মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সামাজিক অপরাধ দমনসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। সভা শেষে নির্বাচনী প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


















