দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ প্রদানের সুপারিশের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বোর্ড পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাপ্তাই লগগেইট প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়। কর্মসুচিতে প্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস পরীক্ষা বর্জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কাপ্তাই বিএসপিআই এ অধ্যয়সরত শিক্ষার্থী আজ পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন।
উল্লেখ্য গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সভায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ার্স নবম গ্রেডের পাশাপাশি দশম গ্রেডে ৪০ শতাংশ সুযোগ প্রদানের সুপারিশ করা হয়। উক্ত সিদ্ধান্তের ফলে দেশব্যাপী ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিএসসি ইঞ্জিনিয়ার্স সরাসরি নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে যোগদান করতেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সরাসরি দশম গ্রেডে উপ-সহকারী ইঞ্জিনিয়ার্স পদে যোগদান করতেন বলে জানা যায়।


















