রাঙামাটির বাঘাইছড়িতে মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য ও উন্নত ইফতার সামগ্রী বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় মারিশ্যা জোন সদরে অসহায় ও হত দরিদ্র ৭৫ পরিবার এবং উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে প্রশিক্ষণ টিলা এলাকায় অসহায় ৮০ পরিবারসহ মোট ১৫৫ পরিবারের মাঝে এসব খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী।
এ সময় প্রশিক্ষণ টিলা এলাকায় জোন কমান্ডারের পক্ষে বিজিবি মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোনোয়ার হুসেন উপস্থিত ছিলেন। ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল পাঁচ কেজি, ছোলা দুই কেজি, সোয়াবিন তেল এক কেজি, খেজুর এক কেজি, ডাউল এক কেজি। বিজিবি জোন কমান্ডার জানান শান্তি সম্প্রিতি ও উন্নয়ন এবং বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এমন জনকল্যাণমুখী কাজ অব্যহত থাকবে।