রবিবার, মার্চ ২৬News That Matters

প্রতিটি থানায় গৃহহীনদের ঘর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রত্যেক গৃহ ও ভূমিহীনদের থাকার ব্যবস্থা করছে। এরই অংশ হিসেবে পুলিশ বাহিনীর মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় একজন করে গৃহহীনকে ঘর নির্মাণ উপহার দেয়া হচ্ছে। এছাড়া প্রতিটি থানায় সার্ভিস ডেস্ক চালু করে পুলিশকে সত্যিকারের জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের ফলে থানায় গিয়ে এখন আর নারী, শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে বিড়ম্বনার শিকার হতে হবে না। এ জন্য আলাদা সার্ভিস ডেস্ক করা হয়েছে, যাতে নারী, শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্নরা (প্রতিবন্ধী) দ্রুত সেবা পায়।

আজ রোববার বেলা ১১টায় রাজধানীর গণভবন থেকে ভার্চুয়ালী অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধামন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বান্দরবান জেলা পুলিশ, থানা পুলিশসহ সারাদেশের জেলা ও থানা পুলিশ কর্মকর্তারা এ ভার্চুয়ালী অনুষ্ঠানে অংশ নেন।

বান্দরবান জেলা পুলিশ সুত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর উদ্যোগে প্রতিটি উপজেলায় একজন করে গৃহহীনকে ঘর নির্মাণ করে দেয়া হয়। এছাড়া প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের দ্রুত সেবা দেয়ার জন্য আলাদাভাবে একটি সার্ভিস ডেস্ক উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, বান্দরবান জেলার ৭ উপজেলায় একজন করে গৃহহীনকে পুলিশ বাহিনীর উদ্যোগে একটি করে ঘর নির্মাণ করে দেয়া হয়। এছাড়া বান্দরবানের ৭ থানায় ৭টি সার্ভিস ডেস্ক চালু করা হয়। এরমাধ্যমে পুলিশ বাহিনীর সেবা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পেল।

বান্দরবান পুলিশ লাইন্স মিলনায়তনে বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালী বক্তব্য শোনেন পুলিশ ও সাংবাদিকরা। এসময় পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিনসহ ইন সার্ভিস পুলিশ, আমর্ড পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *