রবিবার, মার্চ ২৬News That Matters

বাঙ্গাল হালিয়ায় মহা সংঘদান অনুষ্ঠিত

শেয়ার করুন:

রাজস্থলী প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে মহা সংঘনায়ক ভদন্ত ঞানাওয়াইনসা মহাথের পিতা উঃ সুইহ্লাচিং ও মাতা ড হ্লাপ্রুসোওয়াং এর পূণ্য স্মৃতি স্মরণে তাদের পরলৌকিক শান্তি ও মঙ্গল কামনায় মহা সংঘদান, অষ্ট পরিস্কার দান ও পবিত্র বুদ্ধমুতি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইনসা মহাথের, ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহার ও ভাই বোন,নাতি-নাতনী এবং বিহারের দায়ক দায়িকাদের উদ্যোগে এ পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

পুন্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কতৃর্ক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত,  গুরুভান্তে উঃ খেমাচারা মহাথের, লংগদু পূণর্বাসন পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ ঞানুক্তরা মহাথের, নারানগিড়ি বড় পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ নাগাওয়াসা মহাথের, ভাঙ্গামুড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ ঞান মহাথের, পাইন্তাওয়াসা মহাথের।

বিশুদ্ধ নন্দ মহাথের (কম্পিউটার ভারত) অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন অধ্যাপক উত্তারা মহাথেরসহ ৭০ জন ভিক্ষু ও ২৫ জন শ্রমনসহ সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *