বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় গত ১৭ মে,২০২৪ তারিখে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের জাতীয় পযার্য়ের লিখিত মূল্যায়ন ও ১৯-২১ ডিসেম্বর,২০২৪ পর্যন্ত প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত মূল্যায়নে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড”এর জন্য সারা বাংলাদেশের মোট ১৩ টি অঞ্চল থেকে ২৩৯ জন স্কাউট কে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এতে নৌ অঞ্চল থেকে ১০জন চূড়ান্তভাবে মনোনীত হয়। কাপ্তাই জেলা নৌ স্কাউটস থেকে ৩ জন প্রেসিডেন্ট স্কাউট আওয়ার্ড এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।
তারা হলেন- বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ে ছাত্র এবং ১ নং ইউনিট বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই নৌ স্কাউট দলের হৃদয় দাশ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের ছাত্রী এবং ১ নং ইউনিট বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই গার্লস ইন নৌ স্কাউট দলের সদস্য রাশিদা বিনতে রিতা এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও ১ নং ইউনিট বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই গার্লস ইন নৌ স্কাউট দলের সদস্য নুর নাহার আক্তার নাদিয়া।