রাঙামাটি জেলার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে শুভ নব বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্ম সুচি পালন করা হয়।
নব বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য রালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
এ সময় রালীতে অংশ গ্রহন করেন উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ছামিউল হক, উপজেল সহকারী কমিশনার ( ভুমি) মোঃ জামশেদুল আলম, কাউখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আব্দুল হালিম, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, পোয়া পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা, উপজেলা সমবায় অফিসার রমা দাশ।
এছাড়া ইউএনও অফিসের নাজির মোঃ মামুন হাছান, মোঃ কাজি আহসান উল্লাহ, মোঃ ফয়সাল হোসেন জহির, মোঃ জামাল উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি বৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তন স্থানীয় শিল্পী ঘোষ্টির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।