মঙ্গলবার, মার্চ ২১News That Matters

সাইকেলে ২০ দিনে দেশভ্রমণে বের হওয়া হিমেল এখন রাঙামাটিতে

শেয়ার করুন:

 

‘শিশু শ্রম বন্ধ করি সুন্দর এক আগামী গড়ি’- এই প্রতিপাদ্য সামনে রেখে খুলনার মোঃ হিমেল হাওলাদার সাইকেল ভ্রমনে বের হয়ে ৪৬ তম জেলা রাঙামাটিতে শুক্রবার সন্ধ্যায় এসে পৌছেন।

শুক্রবার সন্ধ্যায় শহরের ডিসি অফিস সংলগ্ন আবাসিক হোটেল ড্রিমল্যান্ডে দেখা মিলে সাইকেল ভ্রমণপিপাসু হিমেলের সাথে। হিমেল পেশায় একজন কম্পিউটার অপারেটর। সে খুলনা জেলা সদরের খালিশপুর এলাকার আব্দুল জলিলের ছেলে।

সাইক্লিষ্ট হিমেল পাহাড়ের খবরকে জানান, গত ১৬ ডিসেম্বর ২০২২ সাইকেল ভ্রমণে বের হয়ে সফল ভাবে ঘুরে এসে রাঙামাটিতে পৌছেন। হিমেলের টার্গেট সে ২০ দিনে সারা দেশ ভ্রমণ করবেন। রাাঙামাটি জেলা তার সাইকেল ভ্রমণের ৪৬ তম জেলা।

শুক্রবার রাতে রাাঙামাটি শহরের ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে রাত যাপনের পর সকালে ৪৭ তম জেলা হিসেবে বান্দরবান রওনা হবেন।

হিমেল আরো বলেন, এবার আমি সাইকেল দিয়ে ৬৪ জেলা ভ্রমণ শেষে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে। এ ভ্রমণে খুলনা সাইক্লিষ্ট অর্থ দিয়ে সহযোগিতা করেন। আমি বাংলাদেশ ভ্রমণ শেষ করে দেশের বাহিরেও সাইকেল ভ্রমণে বের হবো ইনশাআল্লাহ। আমরা তিন ভাই দুই বোন, তারমধ্যে আমি ৪র্থ তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *