রবিবার, মার্চ ২৬News That Matters

শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার 

শেয়ার করুন:

 

জুরাছড়ির মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেছেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ।

সোমবার (১৮ এপ্রিল) সকালে তারা প্রথমে শিক্ষার্থীদের পড়া লেখার খোজ খবর নেন। পরে অভিবাবকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় মৈদং ইউনিয়নের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে স্থানীয় হেডম্যান সম্রাট চাকমা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় সম্প্রসারনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলছে।

পরে মৈদং ইউনিয়নে আবাসিক মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য সম্ভাব্য জায়গায় সরেজমিনে পরির্দশন ও জায়গা মালিকদের সাথে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *