জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ (অনুর্ধ ১৭) ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রস্তুতি সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
৯ ই মে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে এই সভার আয়োজন হয়। এসময়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলুর রহমান এই সভার সভাপতিত্ব করে বলেন, আগামী ১৬ এবং ১৭ মে নানিয়ারচরের চার ইউনিয়নের বালক বালিকা দের নিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বিজয়ী দল সমুহের মাঝে পুরস্কার বিতরণ ও জেলা পর্যায়ে অংশ নেবার সুযোগ হবে।
এসময়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার, নানিয়ারচর ক্রিড়া সংস্থার সম্পাদক রিপন দাশ ও ক্রিড়া সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল।