জুরাছড়ি উপজেলায় স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওয়াতায় কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬জুন) সকালে বনযোগীছড়া ইউনিয়নের রাস্তা মাথা মডেল পাড়াকেন্দ্রে এসব বিতরণ করা হয়।
এ সময় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরির্দশক প্রচারক চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা পাড়াবাসীদের তুলে দেন।
এ সময় ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর ম্যানেজার অনিল বরণ দেওয়ানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, ম্যালেরিয়ায় থেকে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে ঘুমানোর আগে কীটনাশকযুক্ত মশারী ব্যবহার করতে হবে।