রাঙামাটির কাপ্তাইয়ে কোভিড-১৯ প্রতিরোধমূলক সম্পৃক্ত করার লক্ষে ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০জুন) সকাল ১১টায় ইউনিসেফের সহযোগিতায়, এডাবের সম্মনয়ে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা মনীষার আয়োজনে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মনীষা প্রজেক্টের ম্যানেজার আনিসুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহ নেওয়াজ।
মনীষার ভোলান্টিয়ার আসিফুল ইসলামের সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডাব আইএসপি রিপন চাকমা, ধর্মীয় প্রতিনিধি মাওলানা সোলাইমান, অধ্যক্ষ ভদন্ত উত্তমালংকার ভিক্ষু ও পুরোহিত পিন্টু চক্রবর্তী।
আলোচনা সভায় কোভিড-১৯ বিষয়ে জনসাধারনকে সচেতনমূলক কাজে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এবং প্রতিটি স্কুল, পাড়াকেন্দ্র এলাকায় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কোভিড-১৯ বিষয়ে সচেতন করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।