২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে রুমা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১শে আগস্ট) সকালে রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমা ও সাধারণ সম্পাদক থাংখাম লিয়ান বম নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা আওয়ামী লীগ অফিস প্রঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রুমা বাজার সহ উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষীন করে উপজেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গনে এসে মিছিলটি শেষ হয়।
পরে আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রাজীব সিকদার, শৈমং মারমা সিনিয়র সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগ, সুধীর দাশ, সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগ, থাংখাম লিয়ান বম সা- সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, উহ্লাচিং মারমা সভাপতি উপজেলা আওয়ামীলীগ।
এসময় বক্তব্যরা বললেন, প্রতিক্রিয়াশীল শক্তির বুলেট আর গ্রেনেড শেখ হাসিনাকে যতটা তাড়া করে, পৃথিবীর কোন রাজনীতিককেই ততটা করে না। জনতা মানবঢাল হয়ে তাদের জননেত্রীকে যতবার বাঁচিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ককে ততবার বাঁচায় নি। ঐ পলাতক খুনি তারেক জিয়াসহ ২১ শে আগস্ট হামলায় জড়িতদের আটক করে বিচার দ্রুত কার্যকরের দাবি জানায়।
বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।