বান্দরবানে রুমা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগের ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও বিএনপির সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯শে আগস্ট) বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের অফিস প্রঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করে রুমা উপজেলা ও বাজরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে পুনরায় আওয়ামী লীগ অফিসের সামনে এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্তি করা হয়।
পরে আওয়ামী লীগের অফিস প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মার্মা বক্তব্যে বললেন, আজকের রুমায় বিএনপির সমাবেশ এর ধারাবাহিকতায় আজ আমাদের সমাবেশ। আগামী সংসদ নির্বাচনে দুর্নিতীবাজ বিএনপি ও জামায়াত কে প্রতিহত করার জন্য আমরা সক্রিয় ভাবে মাঠে থাকবো।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কনিষ্ঠ কন্যা জননেত্রী শেখহাসিনা কে হত্যার চেষ্টা করে বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। হামলাকারী দের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে হবে।
আরোও বক্তব্য প্রদান করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা তিংতিংম্যা মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাংখাম লিয়ান বম
সামাবেশে আরও অংশগ্রহন করেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃ বিন্দু সহ অন্যান্য অঙ্গসংগঠন নেতৃ বিন্দু।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দিলীপ কুমার দাশ।