রাঙামাটিতে বিএনপি পন্থী মারমা সংস্কৃতি সংস্থার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাঙামাটি চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে বিএনপি পন্থী মারমা সংস্কৃতি সংস্থার নতুন কমিটি এই সংবাদ সম্মেলন করেন।সংগঠনের তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাচিংউ মারমার সঞ্চলনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সহসভাপতি মুইথুইঅং মারমা।
সংবাদ সম্মেলনে অভিযোগ এনে বক্তারা বলেন,সাবেক এমপি দীপংকর তালুকদার ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ করা হয়।গত ১৭বছর যাবৎ মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংগঠন মাসসের নাম বিক্রি করে কোটি কোটি টাকা আতœসাৎ করেছে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের অংসুছাইন চৌধুরী,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরীও দীপংকর তালুকদারের ছত্রছায়ায় থেকে ব্যাপক অনিয়ম লুটপাট করে। মাসস এর ভবনটি ছাড়া আর কোন সম্পদ নেই। গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের এই সব লোকজন আতœগোপনে রয়েছেন। তারা অভিযোগ করে বলেন, সংগঠন পরিচালনার কোন দলিলপত্র নেই। সরকারি বেসরকারি অনুদানের কোন হিসাবপত্র নেই। সদস্যদের মাসিক চাঁদার হিসাব ও অডিট রিপোর্ট নাই। এক কথায় পূর্বের কমিটি ঐতিহ্যবাহী মাসসকে বিক্রি করে খেয়ে ফেলছে বললেই চলে। মাসস অফিস কার্যালয়ের আসবাবপত্র ও অফিসে থাকা মূল্যবান নথিপত্র লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগ পন্থীরা।
এসময় উপস্থিত ছিলেন,মাসসের মহিলা নেত্রী লাকী মারমা,মাসসের উপদেষ্টা মংথুইপ্রু মারমা, মাসসের সাধারণ সম্পাদক উসানু মারমা নয়ন, মাসসের সহসভাপতি মুইথুইঅং মারমা,মাসসের কাউখালী সভাপতি পাইচিং মং মারমা ও মাসসের সহসভাপতি চথোয়াই প্রæ মারমাসহ আরো অনেকে।
তিন ধাপে এবারে বিএনপি পন্থী মারমা সংস্কৃতি সংস্থার কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী কমিটির সদস্য-৬৫জন, কার্যকরি কমিটি-২৭ জন ও উপদেষ্টা কমিটিতে ৫জন।