কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্য্যালয়ের যৌথ আয়োজনে বুধবার সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে এক রালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখুয়া, সদস্য সুবির চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্ত, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস কুমার দত্ত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজিউল হক, কাউখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ পারভেজ আলী, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার আল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীতা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সীমা রানী সেন।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, তুলা উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মোঃ সেলিম সহ উপজেলা পরশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বৃন্দ ও সুশীল সমাজের প্রতি নিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আন্তর্জাতিক নারী দিবসে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত অংশ গ্রহনকারীগন।

 
         
                     
  







 
                                     
                                    








