রাঙামাটি জেলার একমাত্র ২৯৯ নং সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, বান্দরবান জেলার একমাত্র ৩০০ নং সংসদীয় আসনে বর্তমান সদস্য বীর বাহাদুর উশৈ সিং, খাগড়াছড়ি জেলার একমাত্র ২৯৮ নং আসনে বর্তমান সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় মনোনয়ন পেয়েছেন।
রবিবার বিকালে তিন জনের নাম ঘোষণা করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দীপংকর তালুকদারের নাম ঘোষণার পরপরই রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন দীপংকর তালুকদারের অনুসারীরা।
বিগত নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য রাঙামাটি আসনে দীপংকর তালুকদার ছাড়া বিকল্প কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। এবার মোট ১১ জন দলীয় মনোনয়ন চান।
এবার সহ দীপংকর তালুকদার ও বীর বাহাদুর ৬ বার মনোনয়ন পেলেন। কুজেন্দ্র লাল ত্রিপুরা ৩ বার মনোনয়ন পেলেন।


















