রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF)-এর ১৪তম আসরের বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। আগামী ১৪ অক্টোবর, ২০২২ (শুক্রবার) এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসব এর একটি বিশেষ প্রদর্শনী রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত হবে৷ সার্বিক সহযোগিতায় রয়েছে জুম ফিল্ম ফোরাম।
প্রদর্শনীটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, পরবর্তী পর্বটি দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
IIUSFF এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে। তরুণ বিশ্ববিদ্যালয়গামী চলচ্চিত্র নির্মাতাদের তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি বৃহত্তর মঞ্চ প্রদানের উদ্দেশ্য সামনে রেখে প্রতিবছর এই আয়োজন করে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এই বছর, উৎসবের ১৪তম আসরে ৯০টিরও বেশি দেশ থেকে মোট ১১৪৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে।
এ আয়োজনে উৎসব সহযোগী হিসেবে রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (UNHCR) এবং এডওয়ার্ড কেনেডি সেন্টার (EMK Center)। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে এ উৎসব এর বিভাগীয় প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। সিলেট ও রাঙামাটি ছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় উৎসবের প্রদর্শনী পর্ব অনুষ্ঠিত হবে। স্ক্রিনিং প্রোগ্রাম বিনামূল্যে উপভোগ্য এবং সকলের জন্য উন্মুক্ত।
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন-ফারহান সাকিব আলভী, সহতথ্য ও যোগাযোগ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ফোন: ০১৮৩৩-৩৪৫৩৪৩।